[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

৩ মে ঢাকার সমাবেশ সফলের আহ্বানে চাঁপাইনবাবগঞ্জে হেফাজতে ইসলামের গণসংযোগ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪৭

ছবিঃ আলোকিত গৌড়

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ৩ মে ‘মহাসমাবেশ’ সফল করতে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও সমাবেশে যোগদানের আহ্বান জানান। 

নেতারা নারী সংস্কার কমিটি-র বিভিন্ন ইসলামবিরোধী প্রস্তাবের সমালোচনা করে বলেন, এগুলো কুরআন-সুন্নাহর সরাসরি লঙ্ঘন এর জন্য কমিটি বাতিল করতে হবে এবং সবাইকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি মুফতি আলি আশরাফ, সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ, মুফতি জাহিদ হাসান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা হুসাইন আহমেদ ও মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

মুফতি আলি আশরাফ বলেন, "ইসলাম ও নারীর মর্যাদার বিরুদ্ধে চলা ষড়যন্ত্র রুখতে আলেম-ওলামা ও মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আশা করি, সবাই ৩ মে ঢাকার সমাবেশে শরিক হবেন।"

হেফাজতসহ বাংলাদেশের ইসলামী দলগুলোর আপত্তির মূল বিষয়গুলো:

১.সম্পত্তিতে নারীর সমান অধিকার: মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের প্রস্তাব কুরআন-সুন্নাহর স্পষ্ট বিধানের বিরোধী। 
২.বিয়ের বয়স ও বহুবিবাহ নিয়ন্ত্রণ: ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন এবং বহুবিবাহ বন্ধের উদ্যোগ শরিয়তবিরোধী। 
৩.ধর্মীয় আইনে সমঅধিকারের দাবি: ইসলামে নারী-পুরুষের ভূমিকা ও দায়িত্ব স্বতন্ত্র; সমঅধিকারের নামে তা অস্বীকার করা হচ্ছে। 
৪.ধর্মনিরপেক্ষ সংবিধান: রাষ্ট্রীয় আইনে ধর্মীয় বিধান উপেক্ষা করা ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা। 
৫.যৌনকর্মীকে 'শ্রমিক' স্বীকৃতি: নারীর মর্যাদাহানিকর এই প্রস্তাব সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করবে। 
৬.ধর্মীয় আইনে 'বৈষম্য' অভিযোগ: বিবাহ, তালাক ও ভরণপোষনে ইসলামী বিধানকে পশ্চাৎপদ হিসেবে চিত্রিত করা আল্লাহর বিধানের অবমাননা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর