আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল আটটায় কোর্ট চত্তর এলাকা থেকে এই র্যালিটি শুরু হয়। অতঃপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মুনিমুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবু জার গিফারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মো: এনায়েতুল্লাহ।
এইসময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিনসহ চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সবুর বলেন, আল্লাহ তাআলা সকল মানুষকে আদম (আঃ) থেকে সৃষ্টি করেছেন। পেশাগত দিক থেকে কাজের ভিন্নতা থাকতে পারে কিন্তু ব্যক্তি হিসেবে সকল মানুষ এক। শ্রমিক ভেবে কাউকে ছোট করে দেখা যাবে না। শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক এবং মর্যাদা দিতে হবে। যাদেরকে দিয়ে আমরা বাংলাদেশ গড়বো পৃথিবী গড়বো তাদেরকে আমরা সম্মান দিব না, এটা হতে পারে না।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন, ১৮৮৬ সালের ১মে শ্রমিকেরা তাদের কর্ম ঘন্টা আট ঘন্টা করার দাবিতে আমেরিকার শিকাগো শহরে যে আন্দোলন করেছিল, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ও সারা বিশ্বে শ্রমিকদের কর্ম ঘন্টা ৮ ঘণ্টা নির্ধারিত হয়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো শ্রমিকদের ১০-১২ ঘন্টা শ্রম দিতে হয়। ৮ ঘণ্টার বেশি কাজ করিয়ে নিলে সেই শ্রমিককে ওভারটাইম দিতে হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: