মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকাল ৯:৩০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান আকবর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। আমাদের হেল্পলাইন নম্বর ১৬৩৫৭ সক্রিয় রয়েছে, যার মাধ্যমে শ্রমিকরা যেকোনো সহায়তা পেতে পারেন। কোনো শ্রমিক দুর্ঘটনার শিকার হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই।
হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ বলেন, আমাদের কর্মঘণ্টা এখনো নির্ধারিত হয়নি, যা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। পরিচয়পত্র ছাড়া কোনো শ্রমিক নিয়োগ দেওয়া উচিত নয়। আজ মে দিবসেও অনেক হোটেল শ্রমিককে ছুটি দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বলেন, সড়ক দুর্ঘটনার দায় সবসময় শ্রমিকদের ওপর চাপানো হয়, যা বন্ধ করতে হবে। অটোরিকশা চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং স্কুল পর্যায় থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষাক্রমে এটি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ শ্রমিকদের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনাদের উত্থাপিত বিষয়গুলো আমি গুরুত্বের সাথে বিবেচনা করব এবং বাস্তবায়নের চেষ্টা করব।
তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের অবহিত করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত। তবে অনেক সময় আপনারা জানান না, তাই সমস্যার সমাধানও হয় না।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: