চাঁপাইনবাবগঞ্জে “সকলের সম্মিলিত প্রচেষ্টা, থ্যালাসেমিয়া রোগীর সুচিকিৎসা” এই স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস।
বুধবার (৭ মে) দুপুর ১২টায় নবাবগঞ্জ সিটি কলেজে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এম মুরশেদ জামান মিয়া।
তিনি বলেন, “বাংলাদেশে প্রতি ১০ জনে ১ জন থ্যালাসেমিয়ার বাহক। তবে এই হার অঞ্চলভেদে পরিবর্তিত হয়।”
তিনি আরও জানান, “এক জরিপ অনুযায়ী দেশে প্রায় ১০ থেকে ১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন-ই রোগের বাহক।”
ডা. মুরশেদ জামান থ্যালাসেমিয়া রোগের বিস্তার, প্রতিরোধ ও সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি লতিফুর রহমান, বারিন্দ্র মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের ডাক্তারবৃন্দ।
আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করে স্পর্শ ফাউন্ডেশন ও বেকন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: