[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ে উন্নয়নের ৮ দফা দাবিতে মানববন্ধন: বনলতা ট্রেন অবরোধের হুঁশিয়ারি

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৭ মে ২০২৫, ২১:০৩

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ থেকেই বনলতা, ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি সহ সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ চাঁপাইনবাবগঞ্জ শাখা।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বিশ্বের সকল দেশে এবং বাংলাদেশের অন্য অন্য সব যায়গায় রাজধানী থেকে ছাড়া সকল ট্রেন লাইনের শেষ স্টেশন পর্যন্ত চলাচল করে। কিন্তু শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ বাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করে রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বৈষম্যের শিকার। আমরা আশা করবো আপনি আমাদের এই সমস্যাগুলোর সমাধান করবেন।

সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ সেক্রেটারি মনোয়ার হোসেন জুয়েল হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না করলে ১৪ মে সকাল ৫টায় বনলতা ট্রেন অবরোধ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করুন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নিন। অন্যথায়, আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে বাধ্য হব।

উত্থাপিত ৮ দফা দাবি হলো:  ১. চাঁপাইনবাবগঞ্জ থেকে ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি ট্রেন চালু করা। ২. যমুনা রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ডাবল লাইন স্থাপন ও পুরাতন লাইন আধুনিকীকরণ। ৩. চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা ও রহনপুর রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ। ৪. নেপালের সাথে বাণিজ্যের জন্য রহনপুর রেলস্টেশনকে আধুনিক রেলবন্দরে রূপান্তর। ৫. আমনুরা-নাচোল-রহনপুর রুটে কমিউটার ট্রেন চালু করা। ৬. আমনুরা বাইপাসে সকল আন্তঃনগর ট্রেনের ৫ মিনিট যাত্রাবিরতি নিশ্চিত করা। ৭. আমনুরা জংশনকে আধুনিক জংশনে উন্নীত করা। ৮. চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ করা।

এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ থেকেই সকল আন্তঃনগর ট্রেন পরিচালনা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুজনের জেলা সভাপতি আসলাম কবির, সেক্রেটারি মনোয়ার হোসেন জুয়েল, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌরসভা সাবেক মেয়র আব্দুল মাতিন, সুজনের সদর উপজেলা সভাপতি এ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ,  ডা: মাহফুজ রায়হান,  ডা: ইসমাইল হোসেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রাহিম,  সদস্য সচিব সাব্বির আহমেদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবি সংগঠন, বণিক সমিতি,  আইনজীবী সমিতি, সাংবাদিক সমিতি, শ্রমিক সংগঠন, দোকাল মালিক সমিতি, চা মালিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর