[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

Root of life

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

জাহিদুর রহমান

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, নারী ও শিশুর উপর সহিংসতা প্রতিরোধে জেলা প্রশাসন ও ইউনিসেফের আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কমিউনিটি সংলাপের আয়োজন করা হয়। “Root of life জীবনের মূল” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই কমিউনিটি সংলাপটি বাস্তবায়ন করেছে।

সংলাপের শুরুতে বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন রুট অফ লাইফের সভাপতি মোসাঃ লাবনী আক্তার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব অন মেডিকেল সার্ভিস ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারা আঁখি এবং কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ খালেদা বেগম। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ আব্দুর রাহিম সংলাপে উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুস সামাদ বলেন, কম বয়সে মেয়েদের বিয়ে দিলে মেয়েদের শারীরিক ও মানসিক নানাবিধ ক্ষতি হয়।
বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে মেয়েদের পড়ালেখা মনোযোগী হতে হবে। বাল্যবিবাহ রোধের জন্য ভালো পড়ালেখায় মেয়েদের জন্য উত্তম রাস্তা। মেয়ে পড়ালেখায় ভালো হলে অভিভাবকরা বিবাহের চাপ দেয়ার সুযোগ কম পায়।

রুট অফ লাইফের সভাপতি মোসাঃ লাবনী আক্তার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বাল্যবিবাহ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী নারীদের শিক্ষা অর্জন, বিবাহের ন্যূনতম বয়স আইন কার্যকর এবং অভিভাবকের বাল্যবিবাহের ঝুকি সম্পর্কে সচেতন করতে হবে। এক্ষেত্রে সকলের সচেতনতা জরুরী।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর