[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

রাজশাহী কলেজে আরসিবিসি'র উদ্যোগে 'Empowering youth' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৩৯

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) উদ্যোগে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের যুব ক্ষমতায়ন উন্নয়নে প্রাইম ব্যাংকের “Empowering Youth :Engaging & Inspiring Youth in Banking”শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে রাজশাহী কলেজ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান সঞ্চালক হিসেবে ছিলেন, ক্লাবটির আইটি সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ বরাবরই তার সুনাম ধরে রেখে চলেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাসের বাহিরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ক্লাব পরিচালনায় সহায়তা করে থাকি যা আমাদের শিক্ষার্থীদের অন্যান্য কলেজগুলো থেকে দক্ষতায় কয়েক ধাপ এগিয়ে রেখেছে।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে আইসিটি কোর্স, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে বিশেষ কোর্সসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক ভাবে সহযোগিতা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত তাদের সফলতা অর্জনে অবদান রেখে চলেছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তাদের এই সফলতা ধরে রাখবে এবং দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ কে দেশের সামনে তুলে ধরবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, আরসিবিসি'র প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ গোলাম রাব্বানী।

উক্ত সেমিনারে  'Youth Engaging  and empowering 'ব্যাংকিং শীর্ষক বিষয়ে আলোচনা করেন, প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মোঃ আব্দুল হালিম, ঢাকা হেডকোয়ার্টারের কনজিউমার এন্ড এসএমই ব্যাংকিং বিভাগের এসইভিপি এন্ড লিয়াবিলিটি হেড মোছাঃ শায়লা আবেদীন ও এসভিপি এন্ড হেড ফাইনান্সিয়াল ইন্ক্লুশন এন্ড স্কুল ব্যাংকিং মোঃ এম এম মাহবুব হাসান।

সেমিনারে একজন শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য ডিজিটাল ব্যাংকিং সেক্টরের কার্যকারীতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্যাংকিং ক্যারিয়ারের পথচলা ও প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত কথা বলেন আলোচকেরা। শিক্ষার্থীদের জন্য এই সেক্টরের বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক দিকনির্দেশনামূলক আলোচনা ও চমকপ্রদ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর