রাজশাহী কলেজে প্রথমবারের মতো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভাঁজপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) "Keeping humanity alive: hope, help, heal" প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে এগারোটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী কলেজ শাখার দলনেতা রবিউল হাসান মিন্টুর নেতৃত্বে এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন হকের সভাপতিত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়। সকালে একটি র্যালি শেষে কলা ভবনের ১০৬ নম্বর কক্ষে আলোচনা সভা ও ভাঁজপত্র উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের টিচার ইনচার্জ মো. জয়নাল আবেদিনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. জহুর আলী বলেন, রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবী মানবতাবাদী সংগঠন, যা সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি, গাজায় ইসরায়েলের বর্বর হামলার সময় রেড ক্রিসেন্ট কীভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে। এমনকি ইসরায়েলি হামলায় রেড ক্রিসেন্টের অনেক সদস্যও নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট বিভিন্ন সময়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও কলেজ প্রশাসন তাদের এই মহৎ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: