[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ছাত্র আন্দোলনের রাইজ ইন রেড কর্মসূচি পালন

আসাদুল্লাহ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৫৪

ছবিঃ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ছাত্র আন্দোলনের রাইজ ইন রেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনায় “রাইজ ইন রেড” কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের প্রধান ফটকে লাল কাপড় বেঁধে প্রতিষ্ঠানের নাম আড়াল করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস ঘুরে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা ব্যবস্থায় চলমান বৈষম্যের অবসান এবং তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই শান্তিপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর