[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

রাজশাহী কলেজ শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০০:২৫

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের চলমান নানা সমস্যা সমাধানে ৯ দফা দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (২৮ এপ্রিল ) কলেজ অধ্যক্ষের নিজ কক্ষে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির) এর নেতৃত্বে এই স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। 

স্মারকলিপির ৯ দফা দাবিতে বলা হয়েছে, হোস্টেলের ভর্তি ফিস কমাতে হবে, এককালীন টাকা পরিশোধ করার পরিবর্তে ২/৩ বারে পরিশোধের ব্যবস্থা করতে হবে, বিদ্যুৎ বিলের টাকা কমাতে হবে, খাবারের মান খুব নিম্নমানের এটি উন্নত করতে হবে, হোস্টেলের রুম ও দেয়ালের ফাটল 

 অনতিবিলম্বে সংস্কার করতে হবে, হোস্টেলের ওয়াশ রুম পরিস্কার ও স্বাস্থ্যসম্মত রাখার ব্যবস্থা করতে হবে, হোস্টেলের সাইকেল গ্যারেজের ব্যবস্থা করতে হবে, ছাত্র মনিটরিং কনভেনার ২মাস অন্তর পরিবর্তন করতে হবে এবং এটি আরো উন্নত করতে হবে। এছাড়াও কলেজ কর্তৃক হোস্টেলের মান উন্নয়নে কি  কি পরিবর্তন আনা হবে তার রূপরেখা প্রদান করতে হবে।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণে প্রধান অধ্যক্ষের নিকট স্বারকলিপি প্রদান করেছি। স্বারকলিপিতে মোট ৯ দফা দাবি জানানো হয়েছে । আমরা আশা করছি প্রধান অধ্যক্ষ আমাদের দাবি পূরণে অতি দ্রুতই পদক্ষেপ নিবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, আবু মুছা, শান্ত , ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জ্বল মিয়া,শাফি, রাহাত, জুবায়ের রুহুলসহ ছাত্রদের অন্যান্য নেতৃবৃন্দরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর