[email protected] বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, থাকছে না কোনো আনুষ্ঠানিকতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৮:৪৮

ফাইল ছবি

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার ফল প্রকাশে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা বিশেষ আয়োজন থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা উপদেষ্টা জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ড নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়েই ফল প্রকাশ করবে। কোনো কেন্দ্রীয় ফল হস্তান্তর অনুষ্ঠান বা মন্ত্রীদের উপস্থিতি থাকছে না। তিনি বলেন, "বাহুল্য এড়িয়ে, গতি ও নির্ভুলতা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ হচ্ছে।"

ফলাফল যেভাবে জানা যাবে:

এসএমএসে ফল পেতে:
পরীক্ষার্থীদের মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <সাল>
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমন: SSC DHA 123456 2025

অনলাইনে ফল পেতে:
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর