[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

পশ্চিমবঙ্গে বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, শীর্ষে ছয় জেলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৪:৪২

ফাইল ছবি

পশ্চিমবঙ্গে বর্ষা মৌসুম শুরু হতেই ডেঙ্গু সংক্রমণের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। চলতি বর্ষা মৌসুমে ইতিমধ্যেই রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজারে। এর মধ্যে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও মালদহ — এই ছয়টি জেলা সবচেয়ে বেশি আক্রান্ত।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এককভাবে মুর্শিদাবাদে সর্বোচ্চ ৩৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ১৬৭ এবং উত্তর ২৪ পরগনায় ৩৫৬ জন। এই পরিসংখ্যান ক্রমাগত বাড়ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, বর্ষায় টানা বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে। এর ফলে মশাবাহিত রোগের প্রকোপ আগেভাগেই শুরু হয়েছে। সাধারণত জুলাই-আগস্ট মাস থেকে ডেঙ্গু সংক্রমণ বাড়ে, তবে এবার বর্ষা তাড়াতাড়ি শুরু হওয়ায় সংক্রমণও আগেভাগেই ছড়িয়ে পড়ছে।

এর পাশাপাশি রাজ্যজুড়ে সর্দি-কাশি, জ্বর ও ভাইরাল সংক্রমণের উপসর্গে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাস-ব্যাকটেরিয়ার সক্রিয়তাই এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন চিকিৎসকেরা।

ডেঙ্গু মোকাবেলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে সমস্ত জেলা প্রশাসন, পৌরসভা এবং পঞ্চায়েতগুলোর সঙ্গে বৈঠক করেছে। প্রতিটি এলাকায় মশা নিধন এবং সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহগুলোতে বৃষ্টি আরও বাড়লে ডেঙ্গু সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর