[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বিজিবির নিয়োগে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ- পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪, ২১:৪০

সংগৃহিত ছবি

বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি'র নীলফামারীতে সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। পরে কর্তৃপক্ষ সেই পরীক্ষা স্থগিত করেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা দিকে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানীস্থ ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের সদর দপ্তরের সমানে আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন চাকরি প্রত্যাশীরা।

এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে দুই ধারে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। পরে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করলে অবরোধ শেষ করেন আন্দোলনকারীরা।

এদিকে বিজিবির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিযোগ করে বলেন, আজকে বিজিবির সৈনিক পদে আমরা মাঠ করতে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছি। শুরুতে এক থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকা হয়। কিন্তু এরপর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে। সময়ের পরে যারা এসেছে তাদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিলো না। তারা মেডিক্যাল না করেই আমাদের বের করে দিচ্ছে। এরকম নানা অনিয়মের বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।

তারা জানান, এ অবস্থায় আমরা বেলা ১২টা থেকে বিজিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এই অনিয়মের প্রতিবাদ জানাই। পরে দুপুর সোয়া একটার দিকে বিজিবি পরীক্ষা স্থগিত করলে আমরা অবরোধ তুলে নিয়েছি।

পরে ৫৬ বিজিবির নীলফামারীর ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আলী আকবর সাংবাদিকদের বলেন, শনিবার (৯ নভেম্বর) বিজিবির সৈনিক পদে নিয়োগের মাঠ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছিল। নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করছিলেন, তাঁদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। মেডিকেল ঠিকভাবে করা হয়নি। তাঁদের এমন অভিযোগ জানার চেষ্টা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাঁদের আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর