[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

গুম-খুনের বিচার এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২১:১৯

ফাইল ছবি

বাংলাদেশে ঘটে যাওয়া গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার করাকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রমও গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর কলেজ রোডে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ প্রস্তাবনার ওপর এই সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়।

আসিফ নজরুল বলেন, অনেকেই প্রশ্ন তোলেন, এই আইনের কার্যকারিতা পরবর্তী সরকারেও থাকবে কিনা। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের পতনের পর যে সরকার আসবে, সেটি হাজারো মানুষের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। সুতরাং, এই সংস্কারগুলো অবহেলিত হবে—এমনটি তিনি কল্পনাও করতে চান না। তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও সব স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে যাতে কেউ বলতে না পারে যে তাদের সম্পৃক্ত করা হয়নি।

গুমের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, গুমের শিকার পরিবারের সদস্যরা প্রিয়জনের জন্য দোয়া করতেও দ্বিধায় থাকেন, কারণ তারা জানেন না তিনি বেঁচে আছেন কি না। এমনকি কেউ কেউ বিচার নয়, বরং সন্তান কোথায় কবরস্থ আছেন—সেটাই জানতে চান।

তিনি বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এজন্য আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিতে নতুন আইন প্রণয়ন, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনির, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম এবং মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর