আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, সেখানে চলতি আম মৌসুমে আর থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার বা নির্ধারিত সময়সীমা। চাষিরা গাছের আম পরিপক্ব হলেই তা পাড়তে এবং বাজারজাত করতে পারবেন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আম চাষি, ব্যবসায়ী, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা।
আমচাষিরা জানান, চাঁপাইনবাবগঞ্জে সবার শেষে আম বাজারে আসে এবং এখানকার চাষিরা জানেন কখন আম পাড়তে হয়। তাই সময়সীমা ছাড়াই পরিপক্ব আম পাড়ার অনুমতি চান তারা।
জেলা প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দেয়, এ বছর ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না।
আমচাষি রফিকুল আলম বলেন, “জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, অপরিপক্ব আম কেউ বাজারে তুলবে না। কেউ করলে আমরা নিজেরাই তা প্রতিরোধ করব।”
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “ম্যাংগো ক্যালেন্ডারের প্রয়োজন নেই। সাড়ে ৪২ কেজি পাকা আম এবং ৪৫ কেজি কাঁচা আম এক মণ ধরে বিক্রি করলে সবাই উপকৃত হবেন।”
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, সকল পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে এবার আর কোনো ক্যালেন্ডার থাকবে না। তবে কেউ যেন অপরিপক্ব আম না তোলে, সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান তিনি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যেখানে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তে চাষিরা যেমন স্বাধীনভাবে আম বাজারজাত করতে পারবেন, তেমনি ভোক্তারাও পাবেন পরিপক্ব ও নিরাপদ আম।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: