২০২৪ সালের ১৭ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের দিনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী জসিম উদ্দিন খান।
তার শরীরে বিদ্ধ হয় ৮৬টি রাবার বুলেট। একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেন, অপর চোখেও রয়েছে স্থায়ী ক্ষত। মুখমণ্ডলে অনুভূতি হারিয়েছেন, আর হাতে এমন আঘাত পেয়েছেন—যা তাকে দৈনন্দিন কাজ থেকেও বিরত রাখতে বাধ্য করেছে।
জসিম ছিলেন ৪৩তম বিসিএস ভাইভা দেওয়া একজন প্রতিশ্রুতিশীল তরুণ। ৪৬তম বিসিএস প্রিলিমিনারিও সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। তবে সেই স্বপ্নময় পথ থেমে যায় হঠাৎ করেই। এখন তিনি ফিরে এসেছেন নিজের গ্রামে, যেখানে নতুন করে স্বপ্ন দেখছেন গরুর খামার গড়ে তোলার—একটি স্বনির্ভর ভবিষ্যতের।
এই স্বপ্নে সাহস জুগিয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী BUET Alumni-দের কয়েকটি সংগঠন। যৌথভাবে তারা জসিমের হাতে তুলে দিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার টাকার আর্থিক সহায়তা।
উদ্যোগে অংশ নেয়া সংগঠনগুলো হলো: Care and Shine Foundation, BUET Forum 86, BUET 87 Foundation, Amra 92, ECHO এই পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে ছিল CnS Bangla Foundation।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহাদত হোসেন বলেন, “জসিমের চাকরির স্বপ্ন হয়তো আর ফিরবে না, কিন্তু স্বনির্ভর জীবনের স্বপ্ন সে এখনো বাঁচিয়ে রেখেছে। আমরা চেয়েছি সেই স্বপ্নের পাশে দাঁড়াতে—ভালোবাসা আর সহানুভূতির আলো দিয়েই তার জীবনে নতুন ভোর আনতে।”
এ ধরনের মানবিক সহায়তা শুধু একজন আহত তরুণকেই নয়, বরং একটি প্রজন্মকে জানিয়ে দেয়—স্বপ্ন ভাঙলেও, তা আবার গড়ে ওঠার সাহস পায় সমাজের ভালো মানুষদের স্পর্শে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: