কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রায় ১৫ দিন পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামক সামরিক অভিযান শুরু করেছে ভারত।
৭ মে গভীর রাতে চালানো এই অভিযানের ফলে ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের অংশ হিসেবে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
অপারেশন সিঁদুর শুরু হওয়ার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বৈঠকের পর তিনি জানান, রাজ্য সরকার কেন্দ্র এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তাদের ছুটি। বিশেষ নজরদারি চলছে ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের লাগোয়া অঞ্চলগুলোতে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মুখ্যসচিব নোডাল কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং তিনিই কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবেন। দীর্ঘ সীমান্ত থাকার কারণে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক পরিবর্তনের কথা মাথায় রেখে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের চোখ-কান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানবাহিনী ও সেনাবাহিনীকে রাখা হয়েছে প্রস্তুত অবস্থায়।
এদিকে রাজ্য সচিবালয় নবান্নে কেন্দ্রীয় কন্ট্রোলরুমের পাশাপাশি, উত্তরবঙ্গের উত্তরকন্যা ভবনে চালু করা হচ্ছে আরও একটি কন্ট্রোলরুম। সাধারণ মানুষ যাতে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারে, সে জন্য আলাদা একটি হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সীমান্তের দু’পারে পাল্টাপাল্টি অভিযোগ, সামরিক অভিযান ও কূটনৈতিক উত্তেজনার মাঝে পশ্চিমবঙ্গসহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: