বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে দেশের ৬৪টি জেলা ও ৮টি মহানগর এলাকায় হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারসেবায় নাগরিকদের অভিগম্যতা নিশ্চিত করা এবং বিচারসংক্রান্ত তথ্য প্রবাহ সহজতর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রধান বিচারপতি সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সঙ্গে সাধারণ জনগণের সেবা প্রাপ্তিতে যেকোনো প্রতিবন্ধকতা ও অনিয়ম দূর করতে এই হেল্পলাইন চালুর সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন।
প্রতিটি জেলা ও মহানগর এলাকায় সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজের অধীনে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি হেল্পলাইনের মাধ্যমে প্রাপ্ত সেবাসমূহের একটি মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জজশীপ কর্তৃক পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, প্রতিটি জেলা ও মহানগর দায়রা জজ বরাবর একটি মোবাইল ফোন এবং সিমকার্ড কোর্টের পক্ষ থেকে সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেবাপ্রদান কার্যক্রমকে স্বচ্ছ ও কার্যকর করতে জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে হেল্পলাইন নম্বরটি আদালত চত্বরে এবং অধস্তন আদালতের বিভিন্ন শাখার সামনে দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই উদ্যোগে সাধারণ জনগণ সরাসরি হেল্পলাইনের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে পারবে এবং প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: