চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় দুটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একইসঙ্গে কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রস্তুতির কথাও জানান তিনি।
বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। যেখানে ২,২০০ রোগীর ব্যবস্থা, সেখানে প্রায় ৫ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। ফ্লোরে, এমনকি টয়লেটের পাশেও রোগী চিকিৎসা নিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে হাটহাজারী ও কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে।”
তিনি জানান, নতুন হাসপাতাল নির্মিত হলে রাঙামাটি ও কাপ্তাই অঞ্চলের রোগীরা হাটহাজারী হাসপাতালে এবং পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশসহ দক্ষিণাঞ্চলের রোগীরা কর্ণফুলী হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
এছাড়াও তিনি বলেন, “চট্টগ্রামে এখনো কোনো সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতাল নেই। এই ঘাটতি পূরণে কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা প্রতিনিধি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ অন্যান্য অতিথিরা।
সভায় অংশগ্রহণকারীরা চট্টগ্রামের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: