[email protected] বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

উইমেন অ্যান্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

সংসদে ১০০ নারী আসনের দাবি ওয়েব-এর, ইসিতে ভোট পর্যবেক্ষণের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫, ২১:১৮

সংসদে ১০০ নারী আসনের দাবি ওয়েবের (ছবিঃ সংগৃহীত)

আগামী জাতীয় নির্বাচনে সংসদে ১০০টি নারী আসন চায় উইমেন অ্যান্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। একই সঙ্গে আসন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে সংগঠনটি।

বুধবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে আবেদনপত্র জমা দেন ওয়েব নেত্রীরা। এসময় সংসদে ১০০ নারী আসনের দাবি মৌখিকভাবে সিইসিকে জানানো হয়।

ওয়েব-এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের জানান, “আমরা সংসদে ১০০ জন নারী এমপি দেখতে চাই। নারীর আসন যত বেশি হবে, সমাজ ও রাষ্ট্রের জন্য ততই মঙ্গল। নারী যেমন ঘর সামলায়, তেমনই দেশের দায়িত্বও ভালোভাবে পালন করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা সিইসির সঙ্গে বৈঠকে নারীর ক্ষমতায়ন, ভোটাধিকার এবং নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেছি। নারী যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। অনেক সময় নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে পারেন না, এবার যেন সবাই মিলে ভোট দিতে পারে।”

নাসরিন ফাতেমা বলেন, “নারীদের অংশগ্রহণ ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। সংসদে নারীর উপস্থিতি এখনও কম। আমরা চাই নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক। পুরুষদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। নারীকে সব ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে।”

সংসদে ১০০ নারী আসনের বিষয়ে লিখিত প্রস্তাবনা না দিলেও নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির জন্য লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। সিইসি ওয়েব প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন বলেও জানান সংগঠনটির সভাপতি।

নাসরিন ফাতেমা বলেন, “আমরা আর নারীর প্রতি বৈষম্য দেখতে চাই না। শুনতে চাই, নারীর বৈষম্যের দিন শেষ হয়েছে – এটাই হোক আমাদের নতুন বার্তা।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর