[email protected] বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

যমুনার সামনে শিবির, এনসিপি, ইসলামী আন্দোলন, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, মাদ্রাসা শিক্ষার্থী ও জুলাই ঐক্যের অবস্থান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২৫, ০২:২৪

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখনও অব্যাহত আছে।

এ কর্মসূচিতে এখন পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ ও ছাত্র পক্ষের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। ধীরে ধীরে সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ ও র‍্যাব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যার মধ্যে রয়েছে "১-২-৩-৪, আওয়ামী লীগ নো মোর!", "খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না!", "আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে!", "ক্ষমতা না জনতা, জনতা জনতা!"

কর্মসূচিতে উপস্থিত আছেন, বাংলাদেশ ইসলামী শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান, জুলাই ঐক্যের এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়েছে, ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এসময় আন্দোলনকারীরা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে যাব না।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর