ভারত-পাকিস্তানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ না লাগলেও সীমান্তে চলছে বিমান, ড্রোন ও মিসাইল হামলা-পাল্টা হামলা। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। বড় ধরনের যুদ্ধের আশঙ্কা যখন ক্রমেই প্রকট হচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। এর প্রেক্ষাপটে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে। বিসিবি পরপর দু’দিন জানিয়েছে, দুই ক্রিকেটারের নিরাপত্তার ব্যাপারে বোর্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও যোগাযোগ রাখছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বুধবার সকালেই ফোনে কথা বলেন রিশাদ ও নাহিদের সঙ্গে। আজ বৃহস্পতিবার বিকেলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার চিন্তাভাবনাও শুরু করেছে বিসিবি। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তা কাটিয়ে উঠতে বিসিবি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থাও বিবেচনা করছে।
রাওয়ালপিন্ডিতে অবস্থানরত সাংবাদিক তাসফিক পলক বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জাগো নিউজ-কে জানান, বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার জন্য। এ বিষয়ে পিসিবির সঙ্গেও বিশদ আলোচনা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুতই দুই ক্রিকেটার নিরাপদে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান উত্তেজনার সরাসরি প্রভাব যে ক্রীড়াঙ্গনেও পড়ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। এখন নজর বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: