[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

১৮০ কোটি টাকার বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৫, ১৪:৩৭

১৮০ কোটি টাকার বিনিয়োগ পেলো ফাস্ট পাওয়ার টেক ছবি- সংগৃহীত

বাংলাদেশে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বৈদ্যুতিক গাড়ির ইকোসিস্টেম গড়ে তুলতে দেড় কোটি মার্কিন ডলার, যা প্রায় ১৮০ কোটি টাকার সমপরিমাণ, বৈদেশিক বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান ফাস্টপাওয়ার টেক। চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এই বিনিয়োগ করছে। তাদের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ই-লজিস্টিকস কোম্পানি স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড।

এই যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট শিল্প-কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি, ইআরইভি (এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল) এবং পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল) প্রযুক্তিনির্ভর চার্জিং নেটওয়ার্কও গড়ে তোলা হবে এনইউসিএলের কার-ক্লাউড নেটওয়ার্কের আওতায়।

সম্প্রতি চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে এনইউসিএল ও ফাস্টপাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের প্রধান নির্বাহী ফরেস্ট লিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় স্টেডফাস্ট কুরিয়ারের পরিচালক অর্ণব মুস্তাফা, প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব এবং এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের আওতায় আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। চুক্তির অধীনে দেশজুড়ে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিনির্ভর চার্জিং স্টেশন স্থাপন করে একটি টেকসই অবকাঠামো তৈরি করা হবে।

বাজার বিশ্লেষকরা এই যৌথ অংশীদারত্বকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, দেশীয় শিল্পের সঙ্গে চীনের অত্যাধুনিক প্রযুক্তি একীভূত হয়ে এই উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নির্গমন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টেডফাস্টের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন জানান, “আমরা ইতোমধ্যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ও লিড অ্যাসিড ব্যাটারির মতো শক্তি সংরক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ করছি। নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌরশক্তি, আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন বিনিয়োগের আওতায় এবার আমরা দেশে একটি কারখানা স্থাপন করবো, যার জন্য অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে স্থান নির্বাচনের কাজ চলছে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর