[email protected] বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০ ছাড়ালো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৭:৪৪

ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বাইরের অংশে ৩৬ জন এবং রাজধানীর উত্তর সিটিতে ৩৮ ও দক্ষিণ সিটিতে ৫৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৭৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে মোট ১১ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

২০২৩ সালে দেশে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন।

স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর