[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩৩

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’-এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এই পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—

অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, চেয়ারম্যান, আইন বিভাগ;

অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, পদার্থবিজ্ঞান বিভাগ;

অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ;

ড. মো. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

উল্লেখ্য, জকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন ৮ অক্টোবর গঠনের কথা থাকলেও, বিধিমালা পাসে বিলম্বের কারণে নির্বাচনসংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্য সম্পাদনের জন্য পূর্বে পাঁচ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর