[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১০:০৪

ফাইল ছবি

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আজ বুধবার (৫ নভেম্বর)। একইসঙ্গে প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি বলেন, “বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখও জানানো হবে। পাশাপাশি চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। আমরা তফসিল ও আচরণবিধি নিয়ে কাজ করছি, বিস্তারিত জানানো হবে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে।”

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়। এরপর রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃত্ব ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে কমিশন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জকসু নির্বাচন পেতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে উচ্ছ্বাস ও প্রস্তুতি শুরু হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর