জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তফসিল ঘোষণা করে।
তফসিল ঘোষণার মাধ্যমে প্রায় দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সব প্রস্তুতি গ্রহণ করা হবে। ভোটগ্রহণের দিন শিক্ষার্থীরা সরাসরি ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: