বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী কলেজে দর্শন বিভাগের উদ্যোগে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন ও অনুষ্ঠানের আহ্বায়ক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল, ফাইল ও কলম দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আগামী দিনের পথচলা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে রাজশাহী কলেজের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার আহ্বান জানান। দেশকে নেতৃত্ব দেয়ার জন্য একজন সুনাগরিক হিসেবে নিজেকে গঠন করতে বলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: