[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

ছাত্রশিবিরের উদ্যোগে নিউ গভঃ ডিগ্রী কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ২১:৪৮

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ইন্টারমিডিয়েট ১ম বর্ষ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি মোঃ আব্দুল আহাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মাহদী হাসান।

প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাজীবন শুধু সনদ নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও আদর্শ অর্জনের মাধ্যম। আদর্শবান শিক্ষার্থীই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী-বান্ধব কাজ করে। যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত। ছাত্রশিবির মেধাবীদের সংগঠন নয়, মজলুমদের সংগঠন।” তিনি আরও জানান, ভাইদের গুম-খুন-নির্যাতনের ইতিহাসের মধ্যেও সংগঠন শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

আরো বক্তব্য দেন চাকসু ভিপি ও কলেজের সাবেক শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, “১৬ বছরের স্বৈরাচার সরকারের সময়ে এমন আয়োজন দেখা যায়নি। ছাত্রশিবিরের অনেক কর্মী নির্যাতনের শিকার হলেও আদর্শে অটল থেকেছে।” তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিড়ি, সিগারেট, মদ, নেশা থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজি-টেন্ডারবাজি করে কেউ বড় হতে পারে, কিন্তু আদর্শবান হতে পারে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুঁইয়া, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম, রাজশাহী মহানগর সভাপতি মোঃ শামীম উদ্দীন, মহানগর সেক্রেটারি ইমরান নাজিরসহ মহানগরের বিভিন্ন সম্পাদক ও কলেজের সাবেক নেতৃবৃন্দ।

নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। ১৫০০+ নবীন শিক্ষার্থীকে ফুল, কোরআন ও বিভিন্ন প্রকাশনা সামগ্রী দেয়া হয়। ফটো বুথ, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর