সাম্প্রতিক ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে ঝুঁকি বাড়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসের স্থাপনা ও হোস্টেলগুলোতে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী কলেজ ছাত্রদল। এ অবস্থায় ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় জরুরি উদ্যোগ নিতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় অধ্যক্ষের নিকট ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক মু. যুবাইর রশীদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজের বিভিন্ন হোস্টেলে দেয়ালে ফাটল, সিঁড়ির দুর্বলতা, পুরোনো অবকাঠামো এবং ভগ্নদশা ভবনের কারণে শিক্ষার্থীরা চরম ঝুঁকিতে রয়েছে। এসব ভবনের স্ট্রাকচারাল সেফটি টেস্ট করতে দ্রুত PWD বা কলেজের ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে পরিদর্শন শুরু করার দাবি জানানো হয়।
ছাত্রদলের দাবি, হিন্দু হোস্টেলের কয়েকটি ব্লক বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব ভবন দ্রুত সংস্কার বা পুনর্নিমাণ এবং সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের অস্থায়ীভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া একাডেমিক ভবন, প্রশাসনিক ব্লক, লাইব্রেরি, মিলনায়তন, মহসিন ভবন, ফুলার ভবন ও বিভিন্ন ল্যাবের ভূমিকম্প-সহনশীলতা নির্ণয়ে সমন্বিত নিরাপত্তা মূল্যায়নের দাবি জানায় ছাত্রদল। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত হলে দেরি না করে সংস্কার বা পুনর্নির্মাণের পদক্ষেপ নিতে কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য রেসকিউ ড্রিল, ইভাকুয়েশন ট্রেনিং এবং ভূমিকম্প রেসপন্স সেশন আয়োজনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি ভবনে ইমার্জেন্সি এক্সিট, অ্যালার্ম সিস্টেম, ফায়ার এক্সটিংগুইশার স্থাপন এবং হোস্টেলের পাশের ঝুঁকিপূর্ণ গাছ ও দেয়াল অপসারণের অনুরোধ করা হয়।
ভূমিকম্প সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে পোস্টার ক্যাম্পেইন, সেমিনার, জরুরি যোগাযোগ নম্বর প্রচার এবং হোস্টেল সুপারদের নেতৃত্বে নিয়মিত সেফটি ব্রিফিংয়ের প্রস্তাব রাখা হয়েছে স্মারকলিপিতে।
সংগঠনটি আশা প্রকাশ করে বলেছে, কলেজ প্রশাসন দ্রুত এসব ব্যবস্থা নিলে ক্যাম্পাসের কয়েক হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হবে।
এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির বলেন,"শিক্ষার্থীদের জীবন সবার আগে। ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। প্রশাসন যথাসময়ে পদক্ষেপ নিলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।"
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: