[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

ঘরমুখো জবি শিক্ষার্থীদের জন্য বাস দিতে চায় শিবির, কমিশনের ‘না’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৭

সংগৃহিত ছবি

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ছাত্রী হল বন্ধ ঘোষণা করার পর সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে আটটায় সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ১৫টি বাস ছেড়ে যায়।

তবে বাসসেবা শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল হওয়ায় শুরু থেকেই তৈরি হয় ব্যাপক ভোগান্তি। আসনের চেয়ে অনেক বেশি শিক্ষার্থী বাসে ওঠায় অনেকে ক্যাম্পাসে এসে জায়গা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

এ পরিস্থিতিতে বিভাগীয় শহরগুলোতে অতিরিক্ত বাস সার্ভিস চালুর অনুমতি চাইতে বিশ্ববিদ্যালয় শাখা শিবির জকসু নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। তবে কমিশন তাদের আবেদনে সাড়া দেয়নি।

জবি শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে পারছে না। অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করতে বাধ্য হচ্ছে—এসব বিবেচনায় আমরা অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছি। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বারবার যোগাযোগের পরও তারা অনুমতি দেয়নি।”

তিনি আরও বলেন, “কমিশন অনুমতি না দেওয়ায় আমরা বাসগুলো দিতে পারছি না। এখন কী করা যায়—শিক্ষার্থী ভাই-বোনদের মতামত চাইছি।”

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ বিষয়ে বলেন, “বাস দেওয়ার জন্য আমরা অনুমতি দেব না। একটি রাজনৈতিক সংগঠন, যারা জকসু নির্বাচনে প্যানেল দিয়েছে—তাদের এমন উদ্যোগ অনুমতি করতে পারি না।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর