[email protected] শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান ডাকসু ভিপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত এবং আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ডাকসু ভিপি বলেন, শহীদ হাদি কোনো ধরনের সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চাননি। তার আদর্শ ছিল মেধা, মনন ও জ্ঞানের মাধ্যমে এসব শক্তির বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা।

তিনি আরও বলেন, দেশের চলমান সংগ্রাম একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। শহীদ হাদি যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, তা সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। বরং হঠকারী কোনো কর্মকাণ্ড শহীদ ওসমান হাদি এবং চলমান সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।

পোস্টে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, কোনো ধরনের ফাঁদ বা উসকানিতে পা না দিয়ে শহীদ হাদিকে হৃদয়ে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর