[email protected] শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

রাবিতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা আজ

আবু বকর সৈকত

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

ছবি- আলোকিত গৌড়

জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ই ডিসেম্ব) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাঈনুদ্দিন,জনসংযোগ অধিদপ্তরের প্রধান প্রফেসর ড. আখতার হোসেন মজুমদার,রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ সালমান সাব্বির বলেন, বিপ্লবীরা কখনো মরে নাতারা মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে বেঁচে থাকে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের হত্যা করে এ দেশে আধিপত্য কায়েম করা যাবেএমন ভাবনা সম্পূর্ণ ভুল।

তিনি আরও বলেন,আমার দুটি স্পষ্ট দাবি আছে। প্রথমত, হাদি ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীরা পালিয়ে গেছেএ ধরনের কোনো অজুহাত আমরা মেনে নেব না।

দ্বিতীয়ত, মিডিয়া ও টকশোতে তথাকথিত সুশীলতার আড়ালে যারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সবশেষে, আমরা শহীদ হাদি ভাইয়ের জন্য দোয়া করিআল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাঈনুদ্দীন বলেন,কয়েকজন বীর শহীদের আত্মত্যাগ কখনো কোনো আন্দোলনকে থামাতে পারে না; বরং একজন বীর শহীদ হলে জন্ম নেয় আরও শত শত বীরবিপ্লবী শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজায় আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছিতিনি যেন তাকে প্রকৃত শহীদের মর্যাদা দান করেন

তিনি আরও বলেন, হাদি ছিল বাংলাদেশের একজন প্রকৃত সন্তানদেশকে নিয়ে তার ভালোবাসাচিন্তাভাবনা ছিল অসাধারণঅল্প বয়সেই সে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়বিষয়ে গভীর উপলব্ধিইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিল, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।’

এসময় বক্তারা শহিদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহিদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর