রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাবি শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে–যা ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিলক্ষিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার কর্তৃক প্রদত্ত হুমকিমূলক বক্তব্যে অছাত্রসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থি। একজন ছাত্রনেতা হিসেবে বারবার শিক্ষকদের সাথে অশোভন ও মারমুখী আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। জ্ঞানচর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তথাকথিত 'তালা ঝুলানো' সংস্কৃতি আমাদের ফ্যাসিবাদের কথা স্মরণ করিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সালাউদ্দিন আম্মার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সহ এক কর্মকর্তাকে লাঞ্ছিতের মাধ্যমে সারাদেশের শিক্ষক সমাজকে অপমান করেছিল যা পুরো শিক্ষক সমাজ ও সচেতন শিক্ষার্থী মহলের নিকট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কালো অধ্যায় হিসেবে বিবেচিত। যে ঐতিহাসিক বিদ্যাপীঠে ছাত্রদের জন্য রক্ত দেওয়া শহীদ বুদ্ধিজীবী প্রফেসর ড. সৈয়দ শামসুজ্জোহা স্যার চির নিদ্রায় শায়িত, সেই পবিত্র বিদ্যাপীঠে সালাউদ্দিন আম্মারের মত মব-সন্ত্রাসী উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের লাঞ্ছিত করার অপচেষ্টা চালালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতা-কর্মী তা শক্ত হাতে প্রতিহত করবে।
উল্লেখ্য, ফ্যাসিবাদের দোসর হিসেবে কোন শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামধারী কিছু ছাত্র ক্যাম্পাসে সন্ত্রাসবাদ কায়েমের অপতৎপরতা চালাচ্ছে। তথ্য-উপাত্ত ব্যতিরেকে অহেতুক ট্যাগিংয়ের মাধ্যমে চরমপন্থীদের কু-স্বার্থ চরিতার্থ করার নিমিত্তে কেউ যদি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি, অশালীন ও মারমুখী আচরণ জ্ঞানচর্চার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। একজন ছাত্রনেতার কাছ থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অছাত্রসুলভ। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার ও হুমকির মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা বরদাস্ত করা হবে না।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: