[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফাঁস হওয়া প্রশ্ন  © সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন 'হিসাব সহকারী' পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই পরীক্ষাটি আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে হঠাৎ করেই তা স্থগিত ঘোষণা করা হয়। এতে পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত চাকরিপ্রার্থীরা অসুবিধা ও হতাশার মুখে পড়েন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দুপুরের দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। চাকরিপ্রার্থীরা সরব হয়ে প্রশ্নফাঁসের অভিযোগ তোলেন। ফেসবুকে মোহাম্মদ সৌরভ নামে একজন ব্যক্তি একটি ছবি পোস্ট করে দাবি করেন, এটি প্রাইমারির হিসাব সহকারী পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন।

এ অবস্থায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অনিবার্য কারণবশত" পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর