বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভা শেষে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন সময়সূচি জানানো হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: