চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে সহায়তা প্রদান করেছে গোমস্তাপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামী।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে একটি সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর জহরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা।
অনুষ্ঠান শেষে ঈদুল ফিতরের দিন ওই এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ১০ বান্ডিল টিন সহায়তা হিসেবে প্রদান করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: