বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রদল এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজা। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রাকিব, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সদস্য অনিক মাহমুদ, হাসান মাহমুদ, আমির হাসান জীবন, জুবায়ের আলী, জীবন প্রমুখ।
এ সময় সভাপতির বক্তব্যে ইউসুফ আলী রাজা বলেন, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাজ শুরু করুন। নাহলে জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ অপরাধীদের গ্রেফতার করে দুই দিন পর ছেড়ে দিচ্ছে। এমন ফ্যাসিবাদের দোসর পুলিশ কর্মকর্তাদেরও বিচারের দাবি জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রাকিব বলেন, আমাদের ভাইকে যারা হত্যা করেছে, তাদের সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্ট চিহ্নিত করা যাচ্ছে। কিন্তু এখনো তাদের গ্রেফতার না করে প্রশাসন আমাদের সাথে তামাশা করছে। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: