চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে সন্ত্রাস প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ছত্রাজিতপুর গোরস্থান মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ফারুক হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মো. তারিফ মাস্টার, প্রফেসর মো. সালাম হোসেন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম এবং মো. দানেসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমাদের এলাকায় কোন সমস্যা হলে গোরস্থান মাঠেই আমরা সমাধানের চেষ্টা করতাম। এতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকত। কিন্তু সম্প্রতি বাইরের লোকজন এনে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
তারা আরও বলেন, “এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সবাইকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”
উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) রাতে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের উদ্যোগে গঠিত সন্ত্রাস প্রতিরোধ কমিটি আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করবে বলে জানানো হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: