চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা গাইনপাড়া এলাকায় সম্প্রতি সংঘটিত একটি চুরি মামলায় পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখ সকালে মোঃ মোমিনুল ইসলাম (৪৫) নামক একজন বাসিন্দা তার ঘরের ভেতরে চুরির ঘটনা দেখতে পান। দুর্বৃত্তরা দোতলার বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং আলমারি ও শোকেস থেকে প্রায় ১,৫০,০০০/- টাকা এবং ৪ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ১৯ এপ্রিল সদর মডেল থানায় একটি মামলা (নং-৪০, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) দায়ের করা হয়। পরে পুলিশের একটি চৌকস দল তদন্ত ও অভিযান চালিয়ে নাচোল থানাধীন এলাকা থেকে কুখ্যাত চোর মোঃ আরিফুল ইসলাম ওরফে ভটা (৩০) কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর ভটা তার অপরাধ স্বীকার করে এবং তার হেফাজত থেকে নগদ ১৫,০০০/- টাকা ও বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। একই সঙ্গে সে জানায়, কিছু স্বর্ণ সে স্বাধীন নন্দি নামক ব্যক্তিকে বিক্রি করেছে। পরবর্তীতে শিল্পি জুয়েলার্স থেকে ওই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ভটা নামে পরিচিত মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে এবং সে একজন কুখ্যাত চোর হিসেবে পরিচিত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও মালামাল উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করেছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: