[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭ জন গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:১১

ছবিঃ ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত গ্রেফতারকৃত ৭ জন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সদর মডেল থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় থানায় দায়ের করা মামলা নং ৪৪ অনুযায়ী ধারা ১৪৩/১৪৭/৩২৩/৩২৬/১১৪ এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩, ৪ ও ৬ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. সোহেল (২৭), পিতা আনোয়ার হোসেন, ২. মো. রোমান আলী ওরফে রোহান (১৯), পিতা মো. রাজু, ৩. মো. ফিরোজ হোসেন (২৮), পিতা মৃত শফিকুল, ৪. মো. রিফাত (২১), পিতা শফিকুল, ৫. মো. হাসিব (১৮), পিতা হাসমত, ৬. মো. রায়হান ওরফে ফরহাদ (১৮), পিতা ফারুক হোসেন, ৭. মো. পারভেজ ওরফে মোরসালিন (১৯), পিতা সারোয়ারদি

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত থেকে শুরু করে এখন পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দা। তবে এ অভিযান চলমান থাকবে বলে জানান তারা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ জন আহত হন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর