[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

দেবীনগরে ক্রিকেট মাতাবেন তানজিদ তামিম ও সাব্বির রহমান

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০০:৪৬

ছবিঃ জাতীয় দলের ক্রিটার সাব্বির রহমান, তানজিদ তামিম, মুনিম শাহরিয়ার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে জমজমাট টিইউবি প্রিমিয়ার লীগের মেগা ফাইনাল।

দেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার তানজিদ তামিম, সাব্বির রহমান এবং মুনিম শাহরিয়ার সহ আরও অনেক জাতীয় মানের ক্রিকেটার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন।

টিইউবি ইন্টারন্যাশনাল লিমিটেডের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ২৭ তারিখ সকাল ১১ টায় দেবীনগর দ্বী-মুখি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের জন্য স্মরণীয় এক খেলার অভিজ্ঞতা নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হবে বলে আশা করা হচ্ছে, যা পুরো অঞ্চলের ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর