[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৩০

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।

এইসময় বক্তারা বলেন, মোঃ বাইরুল ইসলাম বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বিদ্যালয়টি অন্যায়ভাবে ভোগ করছেন এবং নিজস্ব স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত করছেন।

বক্তারা আরও বলেন, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছেন। তার এইসব অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দ্রুত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারন দাবি করছি এবং একটি নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মোঃ মানিক হোসাইন, মোঃ নজরুল ইসলাম মাস্টারসহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর