"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই" এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ তথা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
উদ্বোধনী পর্ব শেষে আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু সাঈদ।
এছাড়াও আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ, আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম কনক এবং পাবলিক প্রসিকিউটর আবদুল ওদুদ প্রমুখ।
আলোচনা সভায় দুজন বিচারপ্রার্থী মো. মনিরুল ইসলাম ও মোছা. সাহিদা খাতুন লিগ্যাল এইড অফিস থেকে প্রাপ্ত আইনি সহায়তা সম্পর্কে তাদের ইতিবাচক অভিজ্ঞতা বর্ণনা করেন। সভার শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে মো. ইউসুফ আলী ইমন ও মোছা. বিলকিস খাতুনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, আইনগত সহায়তা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ২০০০ সালে জেলা আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় সুপ্রিম কোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠিত হয়েছে। ২০১৩ সাল থেকে জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে এ দিবস পালন করা হচ্ছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: