[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ২০:১০
আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:০৪

ছবিঃ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ/সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, উচ্চ ও নিম্ন আদালত থেকে ফ্যাসিবাদ সমর্থনকারী, দলীয় স্বার্থপর ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কবীর, সভাপতি সোলাইমান বিশু, সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরীফ, রফিকুল ইসলাম জহির জামান ও আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিলেন। বিচার বিভাগের ইতিহাসে তিনি একটি কলঙ্কজনক অধ্যায়। তাই তার অবশ্যই বিচার হওয়া উচিত। এছাড়া, বর্তমানে উচ্চ ও নিম্ন আদালতে ফ্যাসিবাদী মানসিকতা, দলীয় আনুগত্য ও দুর্নীতিতে জড়িত কিছু বিচারক তাদের অবিলম্বে অপসারণের দাবি জানানো হয় সমাবেশে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর