[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে গণসংযোগ পক্ষ পালিত

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ২০:২৫

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “গণসংযোগ পক্ষ” পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় পৌরসভার নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট এবং সেন্টু মার্কেট এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর সেক্রেটারি মোঃ মোক্তার হোসেন এবং সহকারী সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই স্লোগানকে সামনে রেখে নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দেন এবং সহযোগী ফরম পূরণে উৎসাহিত করেন। নিউমার্কেট ১ নম্বর ও ২ নম্বর গেট এলাকায় ফরম পূরণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়।

বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান এবং জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর