চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোত্তাসিন বিশ্বাস ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ।
গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোত্তাসিন বিশ্বাস নামীয় অ্যাকাউন্ট থেকে চাঁপাইনাবগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়া হয়। মোত্তাসিন বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পোস্টে লেখা হয় ‘প্রথম আলো পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একজন হলুদ সাংবাদিক। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন না। ফ্যাসিস্টের দালালি করবেন না। ইন্ডিয়ার দালালি করবেন না। এই ধরনের দালালি করলে আমরা বরদাস্ত করব না। সত্য লিখুন না হলে আপনিও ছাড় পাবেন না।’
এছাড়াও আনোয়ার হোসেন দিলুর দুটি ছবিতে লাল রঙের ক্রস চিহ্ন ব্যবহার করেছেন। বিষয়টি আমাদের নজরে আসার পর চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফরম চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’র জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম। সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ’র নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মোত্তাসিন বিশ্বাসের পোস্টে আপত্তিকর ও হুমকিস্বরূপ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পরিবর্তিত বাংলাদেশে একজন পেশাদার সাংবাদিককে নিয়ে আপত্তিজনক ও হুমকিস্বরূপ বক্তব্য কোনভাবেই কাম্য নয়। সভায় আরও বলা হয়, 'যে সব অধিকারের আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাকস্বাধীনতার অধিকার। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে ফেসবুকে এমন পোস্ট সেই আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এটা স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ, যা আমাদের উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত করেছে।'
'অবিলম্বে মোত্তাসিন বিশ্বাস তার দেয়া পোস্টটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ তথা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ সম্মিলিতভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে।'
সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করা হবে। এরপর তারা পরবর্তী তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাবতীয় সংবাদ বর্জন করা হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: