চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়ার আয়োজনে শিক্ষার্থীদের নাজৃরা ও হিফজুল কুরআন এর শবক প্রদান উপলক্ষে সূধী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়ার মিলনায়তনে পরিচালক মাওলানা আবুল কালাম এর সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতি মাওলানা মো: আজিজুল ইসলামের পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ২২ জন ছাত্রীকে নাযেরা এবং ১২ জনকে হিফজুল কুরআন এর শবক প্রদান করা হয় ।
নাজেরার শবক প্রদান করেন শিবগঞ্জ বাগানটূলি নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: মাইনুল ইসলাম এবং হিফজুল কুরআন এর শবক প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা মো: আব্দুর রাকিব রাহমানি । শেষে নাজেরা ও হিফজুল কুরআন শুরু করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় ।
এসময় মাদরাসার পরিচালনা কমিটি, শুভাকাঙ্খী, শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিভিন্ন ওলামায়ে কেরাম, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, গত কয়েক বছর আগে হেরার আলোয় উদ্ভাসিত বিজ্ঞ আলেম তৈরি আমাদের নিরন্তর সাধনা এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা ।
এরপর পর্যায়ক্রমে মাদরাসার পড়াশোনা, আবাসিক ও খাবার ব্যবস্থাপনা, সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্রীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও সাংস্কৃতিক শিক্ষার সুব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সফলতা অর্জনের ফলে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে মাদরাসাটি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: