[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি

জাহিদুর রহমান

প্রকাশিত: ১ মে ২০২৫, ২৩:৫৭

ছবিঃ আলোকিত গৌড়

"মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য নিপাত যাক" স্লোগানে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে দশটায় ফুড অফিস মোড় থেকে এই র‍্যালিটি শুরু হয়ে কোট চত্ত্বর এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপি'র সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম টিপু।

বিষেস অতিথি উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সভাপতি, কৃষিবিদ কামরুল আরেফিন বুলু,সদর থানা বিএনপি'র আহবায়ক আমিনুল ইসলাম, এছাও জেলা বিএনপি'র সদস্য ওবায়েদ পাঠান জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমান লিটন,জিয়াউর রহমান প্রমুখ। এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র অঙ্গসংগঠনের শ্রমিক দল মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা।

এসময় সরকারি বেসরকারি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর