[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে মাদরাসা সুপারকে মারপিটের অভিযোগ

হাবিবুল বারি হাবিব

প্রকাশিত: ২ মে ২০২৫, ১২:০১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে মাদরাসা সুপারকে মারপিট করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্নখালি এহইয়াউল উলুম দাখিল মাদরাসায়।

এ বিষয়ে ভুক্তভোগী অত্র মাদরাসার সুপার মাওলানা মো: সাদিকুল ইসলাম জানান, মাদরাসার এডহক কমিটি গঠনের জন্য শিক্ষকমন্ডলী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ওয়ার্ড সদস্য সহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ জনের নাম পাঠাই।

বোর্ড সকল তথ্য যাচাই বাছাই করে কামরুজ্জামান নামের একজনকে মনোনীত করে । এ খবর পাওয়ার পরে গত ৩০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে আমি মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে পথরোধ করে সাবেক মেম্বার সাদিকুল ইসলামের নেতৃত্বে আরো ৮/১০ জন লোক এলোপাথাড়ি মারধর করে লীলাফোলা ও যখম করে ফেলে যায়।

এরপর স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ খবর লিখার সময় ভুক্তভোগী মাদরাসা সুপার সাদিকুল ইসলাম কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা গেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাদিকুল ইসলাম। জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযুক্ত সাবেক মেম্বার সাদিকুল ইসলাম বলেন, এডহক কমিটিতে যে কামরুজ্জামান কে মনোনীত করা হয়েছে এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই ‌। মাদরাসা সুপারের নিয়োগ বাণিজ্য নিয়ে কথা কাটাকাটি হয়েছিল । তবে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন ‌।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর